ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৮৯৬

গাইবান্ধা-৩ আসনে আজ ভোট  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৬ ২৭ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদের স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী) আসনে আজ রোববার ভোট গ্রহণ চলেছ।
 সকাল ৮টায় ভোট শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। সকালে দুই উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে।

আসনটিতে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। এ কারণে এই আসনে ৩০ ডিসেম্বর নির্বাচন স্থগিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়  গত বছরের ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে। পুনঃতফসিল অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আজ রোববার (২৭ জানুয়ারি) ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। আসনটিতে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির (জাপা) দিলারা খন্দকার শিল্পী, জাসদের এস এম খাদেমুল ইসলাম, এনপিপির মিজানুর রহমান ও স্বতন্ত্র আবু জাফর মো. জাহিদ।

আজকের নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো প্রার্থী দেয়নি। জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ‘ভোট কারচুপি ও অনিয়মের’ আশঙ্কায় গত ১০ জানুয়ারি তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আজ আসনটির দুই উপজেলার ১৩২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আজ সকালে দুই উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। কিছু কিছু কেন্দ্রে সামান্যসংখ্যক ভোটার সারিবদ্ধভাবে ভোট প্রদান করছেন। কিছু কেন্দ্র ফাঁকা, ভোটারদের উপস্থিতি নেই। দু-একজন করে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।